আদালতের রায়ের পর সিইসির সঙ্গে বাগেরহাট জেলার বিএনপি-জামায়াতের সাক্ষাৎ

বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করলেন জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন তারা। বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াদিজ্জুমান দিপু, বিএনপির জেলা উপদেষ্টা ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, জামায়াতের মনজুরুল ইসলাম রাহাত-সহ ডজন খানেক প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট জারি করেছিল, সোমবার (১০ নভেম্বর) হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করেন। মঙ্গলবার বাগেরহাটের এই প্রতিনিধি দল নির্বাচন ভবনে এসে প্রথমে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা সিইসির সঙ্গে সাক্ষাতে যান।

দেখা করে এসে শেখ ওয়াদিজ্জুমান দিপু নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, রায়ের কপি আসেনি। আমরা তার আগেই ইসি সচিব ও সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বাগেরহাটের সব জনগণের আর্তি তাদেরকে জানিয়েছি।

তিনি আরও বলেন, আইনি-বেআইনি যে প্রক্রিয়ায় হোক, ইসি যে কাজটি করেছে তা দেশের সর্বোচ্চ আদালতে অবৈধ ও বেআইনি ঘোষিত হয়েছে। আমরা ইসিকে অনুরোধ জানাব, আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন।

তিনি কমিশনকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার অনুরোধ জানান, যাতে ওই অঞ্চলের জনগণের প্রতি নতুন করে চাপ সৃষ্টি হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। বিভিন্ন রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিও হয়। নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং চূড়ান্ত গেজেটে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসন দেয়। একইসঙ্গে গাজীপুরের আসন ৫টি থেকে বেড়ে ৬টি করা হয়।

সীমানা নিয়ে আন্দোলনের মুখে ইসি জানায়, কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিক দাবি-আপত্তি বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করেছে। সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আদালতে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ নেই।

এরপরে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের আবেদন নিয়ে হাইকোর্টে দুটি রিট করা হয়। বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে এই রিটে বিবাদী করা হয়। গত ১৬ সেপ্টেম্বর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে জানতে চাওয়া হয়, কেন চারটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশনা দেওয়া হবে না এবং কেন নির্বাচন কমিশনের গেজেট অবৈধ হবে না। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
সবশেষ সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছে। আদালত একইসঙ্গে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা অবৈধ ঘোষণা করে।


আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা Nov 11, 2025
img
এক ম্যাচে ৫ ক্যাচ মিস, বললেন - ‘এটা খেলারই অংশ’ Nov 11, 2025
img
জবিতে ছাত্রদলের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১২ Nov 11, 2025
img
পরিবেশ উপদেষ্টার সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক Nov 11, 2025
img
আইজিপির সঙ্গে সাক্ষাৎ করলেন রেড ক্রসের প্রতিনিধিদল Nov 11, 2025
img
ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের Nov 11, 2025
img
পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মী গ্রেপ্তার Nov 11, 2025
img
সাহস থাকলে দেশে আসেন না কেন? হাসিনাকে ফখরুল Nov 11, 2025
img
‘সালমানের খামার বাড়িতে দুইদিন থেকেছি’, নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন শেহনাজ Nov 11, 2025
img
আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 11, 2025
img
আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে "সিঙ্গলস’ ডে" Nov 11, 2025
img
দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচারণা Nov 11, 2025
img
বলিউডের চিরস্মরণীয় নায়ক ধর্মেন্দ্রের জীবনকথা Nov 11, 2025
img
একই ফ্ল্যাট থেকে আ.লীগ নেতা ও মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার Nov 11, 2025
img
ইসলামাবাদের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ শাহবাজ শরিফের Nov 11, 2025
img

আইন উপদেষ্টা আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার আশা করি সরকারের নেয়া সিদ্ধান্ত সব দল মেনে নিবে Nov 11, 2025
img
১০ মাসে দ্বিতীয় বিয়ে, তবে কি একসঙ্গে ২ স্ত্রী সামলাচ্ছেন রশিদ খান? Nov 11, 2025
img
‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা Nov 11, 2025
img
রাজধানী থেকে আরও এক ছাত্রদল নেতার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার Nov 11, 2025
img
জাতীয় রূপান্তরে জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার Nov 11, 2025