আজ ১১ নভেম্বর। একাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সান্ত্বনা দেওয়ার জন্য হলেও যারা এখনো ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তারা ১১ নভেম্বর ব্যাচেলর দিবস হিসেবে পালন করতে পারেন।
দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি ‘ব্যাচেলর দিবস’ নামেই শুরু হয়েছিল। ১৯৯৩ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে দিবসটি প্রথম পালন করা হয়। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। জানলে অবাক হবেন, চীনে সিঙ্গেল ডে-কে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, দিবসটিতে সরকারি ছুটি থাকে।
বিশেষ এই দিনটিতে সিঙ্গেলরা নিজেদের সময় দেন, সময় কাটান নিজের ইচ্ছেমতো। নিজের শখের জিনিস কিনে নিজেকেই উপহার দেন। ঘুরতে যান পছন্দের কোনো স্থান বা রেস্টুরেন্টে।
ভ্যালেন্টাইন ডে-তে যারা মন খারাপ করেন, তারা আজ দিনটি অনেক ভালো করে উদযাপন করুন। একাকিত্বের দুঃখ ভুলে আজ থেকে নিজেকে নতুন করে খুঁজুন। নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন।
কেননা দিন শেষে জীবনযুদ্ধে সবাইকে পাশে পান বা না পান, নিজেকে কিন্তু আপনি কখনোই ছেড়ে যাবেন না। আগলে রাখবেন সবসময়। তাই এক জীবনে মনের মতো কাউকে না পেলে গাঁটছড়া সম্পর্কে না জড়িয়ে উপভোগ করুন আপনার সিঙ্গেল জীবন।
টিএম/এসএন