আলেকজান্ডার পোপ অষ্টাদশ শতাব্দীর ইংরেজ কবি। তিনি ১৬৮৮ সালের ২১ মে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন।
আলেকজান্ডার পোপ ব্যঙ্গরসাত্মক কবিতা ও হোমার অনুবাদের জন্য বিশেষ খ্যাতিমান। তিনি মহাকাব্য ইলিয়াড ইংরেজিতে অনুবাদ করেন। ‘দ্যা রেপ অব দ্যা লক’ তার একটি জনপ্রিয় কবিতা।
১৭৪৪ সালের ৩০ মে টুইকেনহামে আলেকজান্ডার পোপের মৃত্যু হয়।
তার বিখ্যাত একটি উক্তি
“অল্প বিদ্যা ভয়ঙ্করী। বিদ্যার অমৃত হয় আকণ্ঠ পান করো, নয়তো করো না।”