পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তী দেশটির জন্য নিঃসন্দেহে অনেক বিশেষ একটি মুহূর্ত। যা উদযাপনে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলার পরিকল্পনা অ্যাঙ্গোলা বেশ আগে থেকেই শুরু করেছিল। স্রেফ একটি ম্যাচের জন্য তারা খরচ করছে প্রায় ১৫৯ কোটি টাকা (১৩ মিলিয়ন ডলার)।
আগামী ১৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার মাটিতে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির বিশ্বচ্যাম্পিয়ন দলকে নিজেদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে বিশেষ অতিথি হিসেবে গ্রহণ করছে। ১১ নভেম্বর তাদের স্বাধীনতা দিবস, ফলে আজ থেকেই শুরু হচ্ছে তাদের বিশেষ এই সময়ের উদযাপন। একই তারিখ অনুসারে ‘১১ নভেম্বর স্টেডিয়াম’-এর নামকরণ করা হয়েছিল। সেখানেই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা।
সংবাদ সংস্থা এপি বলছে, বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে একটি ম্যাচ আয়োজনে ১৩ মিলিয়ন ডলার খরচ করছে অ্যাঙ্গোলা। রাজধানী লুয়ান্ডার রিপাবলিক স্কয়ারে তাদের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু হবে। যেখানে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লোরেনকো’র সামনে সেনারা বিশাল পতাকার প্রদর্শনী দেখাবে। তেল-সমৃদ্ধ অ্যাঙ্গোলায় একদলীয় শাসন চলে। স্বাধীনতার পর থেকেই দেশের নিয়ন্ত্রণ পিপলস মুভমেন্ট ফর দ্য লিভারেশন অব অ্যাঙ্গোলার অধীনে।
১৯৭৫ সালের ১১ নভেম্বর পর্তুগালের উপনিবেশ থেকে মুক্তি পেয়ে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এই দেশ। কিন্তু অল্প সময়ের মাঝেই অ্যাঙ্গোলায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। ২০০২ সালে সেই যুদ্ধ অবসানের আগপর্যন্ত ৫ লাখ থেকে ১ মিলিয়ন মারা গেছে বলে জানা যায়।
নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। এই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও, একটিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে। অ্যাঙ্গোলায় ম্যাচ খেলতে যাওয়ার আগে স্কালোনির দল স্পেনের অলিকান্তে প্রস্তুতি ক্যাম্প করছে। ইতোমধ্যে আর্জেন্টিনার স্কোয়াডে যুক্ত হয়ে মেসিও অনুশীলন শুরু করেছেন। বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন না নেওয়ায় শেষ মুহূর্তে তাদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ তারকা হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে।
টিএম/এসএন