বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল আবারও নিজের জীবনদর্শন নিয়ে আলোচনায়। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “যদি যন্ত্রণা তোমার জীবনে বারবার আসে, আর সেটা যদি এনজয় না করো, তাহলে ভগবান আরো বেশি যন্ত্রণা দেবে।”
এই বক্তব্যে শেহনাজ বোঝাতে চেয়েছেন, জীবনের কষ্টকে গ্রহণ করার মধ্যেই রয়েছে উন্নতির পথ। তাঁর মতে, যন্ত্রণা বা চ্যালেঞ্জ থেকে পালিয়ে না গিয়ে সেটাকে উপভোগ করাই জীবনকে গড়ে তোলে আরও দৃঢ়ভাবে।
শেহনাজের এই দার্শনিক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন, বিগ বস-খ্যাত এই অভিনেত্রীর কথায় জীবনের গভীর সত্য লুকিয়ে আছে।
এমকে/এসএন