প্রেসিডেন্ট ও বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দিল পাকিস্তানের সংসদ

প্রেসিডেন্ট ও বর্তমান সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি দেওয়ার লক্ষ্যে পাকিস্তানের সংবিধানে ব্যাপক সংশোধনীর অনুমোদন দিয়েছে দেশটির সংসদ।

বৃহস্পতিবার সাংবিধানিক সংশোধনীর এই অনুমোদন দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে সমালোচকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত ২৭তম সংশোধনীর মাধ্যমে নতুনভাবে সৃষ্ট ‌‌‘‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’’ পদে সামরিক ক্ষমতা একীভূত এবং একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান রাখা হয়েছে।

সংবিধানে এই সংশোধনী আনায় দেশটির সেনাপ্রধান অসীম মুনির এখন সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হবেন। গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানের সামরিক বাহিনীতে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন তিনি।

সংশোধনী অনুযায়ী, সেনাপ্রধান অসীম মুনিরসহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারাও আজীবন দায়মুক্তি ভোগ করবেন।

এছাড়া এখন থেকে দেশটির সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ার ফোর্স কিংবা অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত হবেন; তারা আজীবন পদমর্যাদা ও সুবিধা ভোগের পাশাপাশি ইউনিফর্মে থাকবেন এবং যেকোনও ধরনের ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন। এসব সুরক্ষা আগে কেবল রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছিল।

ইসলামাবাদের আইনজীবী ওসামা মালিক বলেন, ‘‘এই সাংবিধানিক সংশোধনী স্বৈরতন্ত্র বৃদ্ধি করবে এবং দেশে যে সামান্য গণতন্ত্রের চিহ্নটুকু অবশিষ্ট ছিল, সেটিও মুছে যাবে।’’

তিনি বলেন, এটি শুধু সামরিক বাহিনীর কার্যক্রমের ওপর বেসামরিক তদারকি সরিয়ে দেবে না; বরং সামরিক কাঠামোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করবে—যেখানে আগে সকল বাহিনীর প্রধানদের যৌথ প্রধান ব্যবস্থা অনুযায়ী সমান বিবেচনা করা হতো।

সংশোধনীটি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকেও দায়মুক্তি দিয়েছে; যা তাকে যেকোনও ফৌজদারি বিচারের হাত থেকে রক্ষা করবে। তবে বিলটিতে বলা হয়েছে, কোনও সাবেক প্রেসিডেন্ট পরবর্তীতে যদি আবার কোনও সরকারি পদে অধিষ্ঠিত হন, তার ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না।

জারদারির বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে। যদিও এসব মামলার কার্যক্রম আগে স্থগিত ছিল। সর্বশেষ এই সংশোধনী তাকে কার্যত অদণ্ডনীয় করে তুলেছে। তবে ভবিষ্যতে কোনও সরকারি পদ গ্রহণ করলে সেক্ষেত্রে কোনও দায়মুক্তি পাবেন না।

সাংবিধানিক পরিবর্তনের বৈধতা নিয়ে আদালতের প্রশ্ন তোলার এখতিয়ারও সংশোধনীতে নিষিদ্ধ করা হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি পাস হয়েছে। এখন আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে এই বিল।

সূত্র: এএফপি।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতকর্মীর বিরুদ্ধে মহিলা দলের ২ কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ Nov 13, 2025
img
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ, ১২ দলীয় জোটের প্রতিক্রিয়া প্রকাশ Nov 13, 2025
img
অসম্পূর্ণ সিনেমার ফুটেজ ফাঁসের ঘটনায় শাবনূরের ক্ষোভ Nov 13, 2025
img
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে: রাশেদ প্রধান Nov 13, 2025
img
বিচারকের ১০ দিন আগে জিডি, হামলা থেকে বাঁচাতে পারেননি পরিবারকে Nov 13, 2025
img
জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত: লেবার পার্টি Nov 13, 2025
img
‘বাধ্য হয়ে তানজিন তিশার বিরুদ্ধে জিডি করেছি ’ Nov 13, 2025
img
বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না : কৃষি উপদেষ্টা Nov 13, 2025
img
নায়িকা বানাতে প্রযোজক আমাকে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিলেন : স্বরলিপী চট্টোপাধ্যায় Nov 13, 2025
img
নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল Nov 13, 2025
img
রাজশাহীর ঘটনা নিন্দনীয় ও অমানবিক : প্রধান বিচারপতি Nov 13, 2025
img
আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : মোবারক হোসাইন Nov 13, 2025
img
আপা আর ফিরে আসবে না, আ.লীগকে লায়ন ফারুক Nov 13, 2025
img
ভ্যানে খণ্ডিত মরদেহভর্তি ড্রাম ফেলে রেখে চলে যান ২ জন Nov 13, 2025
img
ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন প‌রিচালনাকে স্বাগত জানা‌ল ইইউ Nov 13, 2025
img
গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান Nov 13, 2025
img
বাসে অগ্নিসংযোগ মামলায় আ. লীগ নেতা শামীম রিমান্ডে Nov 13, 2025
img
কাজলের পর এবার অজয়ের পাল্টা মন্তব্যে বিচ্ছেদের আভাস! Nov 13, 2025
img
বাংলাদেশকে আরও ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন পাক অধিনায়ক Nov 13, 2025
img
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এ নতুন চমক স্পর্শিয়া Nov 13, 2025