ভারতের প্রয়াত কিংবদন্তি গায়ক-অভিনেতা জুবিন গার্গের শেষ অভিনীত সিনেমা ‘রই রই বিনালে’-এর সিনেমার দৃশ্য চুরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আসাম থেকে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামের বিনোদন জগতে জুবিনের শেষ সিনেমা নিয়ে বিপুল আগ্রহ তৈরির মাঝেই পাইরেসি চক্রের খোঁজ পাওয়া গেল।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভারতের আসামের লখিমপুর জেলার গোয়ালপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘রফিকুল আর ব্লগ’-এ ‘রই রই বিনালে’ সিনেমাটির বেশ কিছু দৃশ্য আপলোড করে ছড়িয়ে দিয়েছিলেন। এই ঘটনায় প্রয়াত শিল্পীর ভক্ত-অনুরাগীরা ক্ষুব্ধ হন এবং আসামের পানবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করে এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
গত ৩১ অক্টোবর জুবিন গার্গ অভিনীত শেষ ছবি ‘রই রই বিনালে’ মুক্তি পায়। ছবিটি দেখতে প্রথম দিন থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করেন। দর্শকদের প্রবল চাহিদার কারণে অনেক বন্ধ থাকা হলও পুনরায় খোলা হয়। এমনকি হল মালিকরা জনপ্রিয় অন্যান্য সিনেমা যেমন, 'কান্তারা চ্যাপ্টার ওয়ান', 'থামা'-এর শো বাতিল করে ‘রই রই বিনালে’-এর শো বাড়াতে বাধ্য হন।
জুবিনের এই সিনেমাটিকে ঘিরে আসামে বিশেষ আবেগ কাজ করছে। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই ছবি থেকে রাজ্য সরকার যে পরিমাণ জিএসটি রাজস্ব পাবে, তার পুরোটা শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর তহবিলে দেওয়া হবে।
এই তহবিল সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে। এমন একটি উদ্যোগের মধ্যে সিনেমাটির দৃশ্য চুরি করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ায় ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন।
টিএম/টিএ