পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৭২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৮৫১ জন রয়েছে।
বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন আজ এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯২৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া একটি শর্টগান (১২ বোর), দুইটি বিদেশি পিস্তল (৯ এমএম), দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ১০ রাউন্ড কার্তুজ, একটি ছুড়ি, একটি চাপাতি, একটি রামদা, একটি বার্মিজ চাকু এবং ১৯টি পেট্রোল বোমা জব্দ করা হয়েছে।
কেএন/এসএন