বলিউড সুপারস্টার সালমান খান তেলেঙ্গানায় ১০ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায়। তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটে উন্মোচিত এই প্রকল্পে একটি সমন্বিত টাউনশিপ ও বিশ্বমানের ফিল্ম স্টুডিও গড়ে তোলা হবে। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে সালমান খান ভেঞ্চারসের নেতৃত্বে বাস্তবায়ন হতে চলেছে এই উচ্চাভিলাষী উদ্যোগ।
প্রস্তাবিত টাউনশিপে থাকবে বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের গলফ কোর্স, রেস ট্র্যাক, প্রকৃতি ভ্রমণপথ ও আধুনিক বিনোদন জোন। প্রকল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে অত্যাধুনিক ফিল্ম ও ওটিটি প্রোডাকশন স্টুডিও—যেখানে থাকবে আধুনিক শুটিং ফ্লোর, পোস্ট-প্রোডাকশন সুবিধা, ভিএফএক্স ইউনিট এবং নতুন শিল্পী ও কলাকুশলী তৈরির প্রশিক্ষণ কর্মসূচি। এক ছাতার নিচে সিনেমা নির্মাণের পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলাই লক্ষ্য।
এই মেগা প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশ-বিদেশের বিনোদন জগতের পেশাজীবীদের আকৃষ্ট করবে তেলেঙ্গানা। এরই মধ্যে অজয় দেবগনের মতো তারকারাও হায়দরাবাদে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। সব মিলিয়ে সালমান খানের এই উদ্যোগ ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভৌগোলিক কেন্দ্র বদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এবি/টিকে