জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে মিছিল করেন নেতাকর্মীরা।
সমাবেশের বক্তব্য রাখেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এই সিদ্ধান্ত আমরা মানি না।সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন।
এমআর/টিকে