শেহনাজ গিল সম্প্রতি প্রকাশ করেছেন তার অদ্ভুত কিন্তু মধুর পছন্দ। তার মতে, যে স্বামী গান গাইতে পারবে না, কিন্তু তার জন্য বেসুরো কণ্ঠে গান গাইবে, সেই স্বামীই তাঁর জীবনের আসল সঙ্গীত।
অভিনেত্রী শেহনাজ আরও যোগ করেছেন, এমন স্বামী থাকলেই ঘরে প্রেম ও আনন্দে ভরা থাকবে। তিনি বেসুরো হলেও গান গাইতে আগ্রহী স্বামীকে ‘পারফেক্ট সঙ্গী’ হিসেবে দেখেন।
এমকে/টিকে