ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস শুক্রবার ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সারের চিকিৎসা চলমান থাকলেও দিনটি তিনি কাটিয়েছেন ব্যস্ততার মধ্যেই। রাজাকে সম্মান জানাতে লন্ডনে তোপধ্বনির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করা হয়। একই দিনে বৃষ্টির মাঝে দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন তিনি।
পরে রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে তিনি যোগ দেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ওয়েলসের ঐতিহাসিক এই দুর্গকে দেশের অন্যতম রত্ন হিসেবে বিবেচনা করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ার খবর প্রকাশিত হলেও চার্লস রাজকীয় দায়িত্ব পালন থেকে সরে যাননি। তিনি লন্ডনের একটি ক্যান্সার হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং ক্যান্সার ধরা পড়ার মানসিক ‘আঘাত’ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।
নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমকালো রাষ্ট্রীয় সফরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
অন্য বছরগুলোর মতো বেশিরভাগ কর্মসূচি যুক্তরাজ্যেই থাকলেও কিছু বিদেশ সফরও করেন চার্লস। গত মাসে রানি ক্যামিলাকে নিয়ে তিনি ভ্যাটিকান সফর করেন এবং পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন।
রাজপরিবারবিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, ‘শুধু জানা গেছে তিনি ক্যান্সার নিয়ে জীবনযাপন করছেন। এর বাইরে আর কিছু বলা হয়নি।’ তিনি আরো জানান, ‘এটা ঠিক যে তিনি পুরোপুরি সুস্থ নন, তবে দায়িত্ব পালন দারুণভাবে করছেন।’
চার্লসের ‘কাজপাগল’ হিসেবে পরিচিতির কথাও উল্লেখ করেন তিনি। চিকিৎসার মধ্যে থেকেও তাড়াতাড়ি কাজে ফিরতে চেয়েছিলেন রাজা। তবে কিছু পরিবর্তন এসেছে তার অভ্যাসে, আজীবন দুপুরে না খাওয়ার অভ্যাস ভেঙে এখন তিনি নিয়মিত মধ্যাহ্নভোজ করছেন।
ভ্যাটিকান সফরে বিবিসিকে রানি ক্যামিলা বলেন, চার্লস কাজ ভালোবাসেন। অসুস্থতা কাটিয়ে উঠছেন, এখন আরো বেশি কাজ করতে চান—এটাই আবার সমস্যাও তৈরি করছে।’
চার্লসের কাজে ফেরা সহজ হলেও রাজপরিবারের বিরোধ-সংকট সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। ছোট ছেলে হ্যারির সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বের পর এবার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে বিতর্কে পড়তে হয়েছে তাকে। গত মাসে অ্যান্ড্রুর প্রিন্স উপাধি বাতিল করেন চার্লস। যুক্তরাষ্ট্রে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা সামনে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অ্যান্ড্রুকে জানানো হয়, তিনি আর উইন্ডসরের রাজপ্রাসাদে থাকতে পারবেন না।
সূত্র : এএফপি
এবি/টিকে