বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে বেজিংয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি দেখার পর চীনের সংবাদমাধ্যম ভারতের উপর কটাক্ষ করেছে। তারা দাবি করেছে, সিনেমায় তথ্য বিকৃত করে ভারত জাতীয়তাবাদ উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
এই অভিযোগের জবাবে ভারতের তরফ থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, ভারত শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। সিনেমার বিষয়বস্তু, সৃজনশীল প্রকাশ ও নির্মাতাদের স্বাধীনতা ভারতের অভ্যন্তরীণ বিষয়, যেখানে সরকারের কোনো ভূমিকা নেই। যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তারা প্রয়োজন হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভারতের বক্তব্যে অন্য একটি মেসেজও স্পষ্ট গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, যেখানে সিনেমা নির্মাণে সৃজনশীলতার সীমাবদ্ধতা নেই।
ছবির টিজারে দেখা গেছে, সালমান খান ভারতের সেনাবাহিনীর ভূমিকায় লাদাখ উপত্যকার চিন সীমান্তে কার্যকরী অভিযান পরিচালনা করছেন। অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমায় ভাইজানের বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। চীনের তীব্র সমালোচনার মধ্যেও সলমন টিজার প্রকাশ করে দেশাত্মবোধক বার্তা ছড়ান।
আরপি/এসএন