স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।’ আজ (শনিবার, ১৫ নভেম্বর) পটুয়াখালীতে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনা সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, নৌবাহিনী ৫ হাজার, কোস্ট গার্ড ৪ হাজার, র্যাব ৮ হাজার ও আনসার সদস্য থাকবেন সাড়ে ৫ লাখ।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১ম দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
ইএ/টিকে