হীরামণ্ডির গল্প আবারও ফিরে আসছে। প্রথম মৌসুমের বিপুল সফলতার পর সঞ্জয়লীলা ভন্সালির জমকালো এই ধ্রুপদি নাটকের দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু হয়েছে নতুন প্রস্তুতি। ইতিমধ্যেই লিখন পর্যায়ে ব্যস্ত দলে আছেন লেখক বিভূ পুরী। তিনি জানিয়েছেন, প্রথম মৌসুমের নাটকীয় শেষের পর নতুন চরিত্র, নতুন পথচলা আর আরও বিস্তৃত ইতিহাসকে কেন্দ্র করে এগোচ্ছে দ্বিতীয় পর্বের কাহিনি।
প্রথম মৌসুমে স্বাধীনতা সংগ্রামের আবহে যে নারীরা প্রাসাদ ছেড়ে ইতিহাসের পথে হাঁটা শুরু করেছিলেন, নতুন মৌসুমে দেখা যাবে সেই পথেই তাদের আরেক রূপান্তর। প্রাসাদছাড়া এই নারীরা এবার পা রাখবেন হিন্দি ও বাংলা চলচ্চিত্র জগতে। নতুন পরিবেশ, নতুন সংগ্রাম আর আত্মমর্যাদার নতুন সংজ্ঞা—এই সবকিছুকে কেন্দ্র করেই গড়ে উঠবে তাদের পরবর্তী অধ্যায়।
রিচা চাড্ডা ও আদিতি রাও হায়দারির চরিত্রগুলো আর থাকছে না এই মৌসুমে। তাদের জায়গায় আসবেন একদল নতুন মুখ, যারা এগিয়ে নেবেন হীরামণ্ডির উত্তরাধিকার। প্রথম মৌসুম নেটফ্লিক্সে যে জনপ্রিয়তার ঝড় তুলেছিল, তার পর দ্বিতীয় মৌসুমের ব্যাপারে প্রত্যাশা আরও উঁচু। দর্শকের আগ্রহ এখন একটাই—এই নারীদের নতুন যাত্রা কেমন রূপ নেবে ভন্সালির বর্ণিল দুনিয়ায়।
ইএ/টিকে