বলিউড মহাতারকা সালমান খান সম্প্রতি প্রবল আবেগ নিয়েই বললেন, অভিজ্ঞ অভিনেতা ধর্মেন্দ্র শুধুমাত্র একজন কিংবদন্তি নন, বরং তাঁর কাছে “পিতুলোকের মতো” একজন ব্যক্তি। ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সালমান ছিলেন প্রথম দিকের তারকার মধ্যে এক জন, যিনি হাসপাতালে গিয়েছিলেন এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
কাতারে অনুষ্ঠিত তাঁর “দা-ব্যাংল থি টুর” অনুষ্ঠানে সালমান একটি প্রশ্নোত্তর সেশনে আবেগপ্রবণ হয়ে বলেন, “আমার আগমনের আগে কয়েক জন ছিলেন, আর তাদের মধ্যে প্রথম ছিলেন ধর্মেন্দ্র-জীই … তিনি আমার বাবার মতো। আমি তাকে ভালোবাসি এবং আশা করি তিনি আবার ফিরে আসবেন।”
সালমান আরও জানান, ধর্মেন্দ্রই ছিলেন তাঁর ফিটনেস যাত্রার সবচেয়ে বড় উৎস। তাঁর মতে, ধর্মেন্দ্রের দুর্দান্ত ফিজিক এবং অদম্য মনোবল ছিল এমন এক আদর্শ যেটি সালমানের জীবনে চিরস্থায়ী প্রভাব ফেলেছে।
উল্লেখ্য, অধিক যৌবন থেকেই সালমান এবং ধর্মেন্দ্রের পারস্পরিক মমত্ব গভীর। ধর্মেন্দ্রও এক সময় বলেছিলেন, সালমান যেন তারই “বেটা” (সন্তান)।
এর পাশাপাশি, ধর্মেন্দ্র সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিঃশ্বাসজনিত সমস্যা নিয়ে, এবং ১২ নভেম্বর হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে চিকিৎসা চলছে।
ফ্যান ও সহকর্মীদের তরফে প্রার্থনা ও ভালবাসার ঢেউ উঠেছে, যারা ধর্মেন্দ্রের দ্রুত সুস্থ হয়ে ফের অভিসারে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। সালমানের আন্তরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব তাদের জন্য বিশেষভাবে হৃদয়স্পর্শী হয়ে উঠেছে।
এমকে/টিকে