আলফ্রেড টেনিসন ১৮০৯ সালের ৬ আগস্ট ইংল্যান্ডের লিংকনশায়ারের সমার্সবেতে জন্মগ্রহণ করেন। তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বপ্রধান কবি হিসেবে গণ্য করা হয়।
মাত্র বারো বছর বয়সে তিনি ৬০০০ লাইন এর মহাকাব্য লিখেছিলেন। ১৮৫৯ সালে প্রকাশিত হয় টেনিসনের ‘Idylls of the Kings’। যা এক মাসে ১০ হাজারের অধিক কপি বিক্রি হয়। ১৮৮৪ সালে তিনি একটি অভিজাত পদবী পেয়ে হয়ে যান “লর্ড” আলফ্রেড টেনিসন।
লর্ড আলফ্রেড টেনিসন ১৮৯২ সালের ৬ অক্টোবর মারা যান।
তার একটি উক্তি হল-
“ভালোবাসার জগতে সে-ই বুদ্ধিমান, যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম।”