সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় রাত ১:৩০ মিনিট নাগাদ মদিনার কাছে মুফরিহাত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ওমরাহ পালনের জন্য মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। খালীজ টাইমস জানিয়েছে, বাসের বেশিরভাগ যাত্রীই ছিলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পরই বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের পালানোর কোনো সুযোগ ছিল না। এর ফলেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি
আরপি/টিকে