রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের আহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এমকে/এসএন