ওয়েব-ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক বিভ্রাট মঙ্গলবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এই বিভ্রাটের কারণে ‘এক্স’ ও চ্যাটজিপিটিসহ বহু বড় অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছিলেন না হাজারো ব্যবহারকারী।
ওয়েব ট্রাফিকের প্রায় এক-পঞ্চমাংশ পরিচালনা করা ক্লাউডফ্লেয়ার জানায়, তারা সকালের দিকে অভ্যন্তরীণ সেবায় অবনমনের বিষয়টি তদন্ত শুরু করে। একটি সমাধান প্রয়োগ করা হয়েছে, তবে পুনরুদ্ধার প্রক্রিয়া চলার সময়ও কিছু গ্রাহক এর প্রভাব অনুভব করতে পারেন।
ঘটনাটি বড় অনলাইন সেবাগুলোর ওপর সাম্প্রতিক সময়ের আরেকটি আঘাত। গত মাসে অ্যামাজনের ক্লাউড সেবা বিপর্যস্ত হওয়ায় বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়; স্ন্যাপচ্যাট ও রেডিটসহ হাজারো জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ সেই সময় অকার্যকর হয়ে পড়েছিল।
ক্লাউডফ্লেয়ার বিশ্বের অন্যতম বৃহত্তম নেটওয়ার্ক পরিচালনা করে, যা ট্রাফিক বেড়ে যাওয়া বা সাইবার হামলা থেকে সুরক্ষা দিয়ে ওয়েবসাইট ও অ্যাপগুলোকে দ্রুত লোড হতে এবং অনলাইন থাকতে সাহায্য করে।
সর্বশেষ এই বিভ্রাটে ক্যানভা, এক্স, গ্রাইন্ডার এবং চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেননি বহু ব্যবহারকারী এবং তারা ডাউনডিটেক্টরে সমস্যার রিপোর্ট জমা দিতে শুরু করেন।
ডাউনডিটেক্টর বিভিন্ন সূত্র থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিভ্রাট শনাক্ত করে। যেহেতু এটি ব্যবহারকারীদের জমা দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা ভিন্ন হতে পারে।
ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে জানায়, ‘ক্লাউডফ্লেয়ারের একটি সেবার দিকে অস্বাভাবিক ট্রাফিকের স্পাইক দেখা যায়। এর ফলে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক দিয়ে অতিক্রান্ত কিছু ট্রাফিক ত্রুটির মুখে পড়ে।
আমরা সর্বশক্তি দিয়ে নিশ্চিত করছি যে সব ট্রাফিক যেন ত্রুটিমুক্তভাবে সেবা পায়।’
সূত্র: রয়টার্স
আইআর/টিএ