দক্ষিণী তারকা যশ অভিনীত চলচ্চিত্র ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর টিজার সম্প্রতি প্রকাশের পরই বড় একটি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবির প্রচার ঝলকে দেখা একটি ঘনিষ্ঠ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়ার পরকার্নাটকের একটি রাজনৈতিক দলের মহিলা শাখা এবং মহিলা কমিশনে অভিযোগ জমা পড়েছে তাতে ‘অশালীন’ এবং ‘অপসংস্কৃতি’ বৃদ্ধির উপাদান রয়েছে বলে।
টিজারের এক অংশে যশের চরিত্র ‘রায়া’-কে গাড়ির ভিতরে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়, যা নিয়ন্ত্রণহীনভাবে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। অভিযোগকারীরা এই দৃশ্য অসভ্য, অশালীন এবং নারীর মর্যাদা অবনমনকারী হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, এটি মুসলিম-হিন্দু সহ সকল দর্শক-দর্শিকার মনোবল ও সমাজের নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্থ করতে পারে।
কার্নাটকের এম আদমি পার্টির মহিলা শাখা প্রথমে অভিযোগ দায়ের করে কর্নাটক রাজ্যের মহিলা কমিশনে। পরে ওই কমিশন এই বিষয়ে কেন্দ্রীয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে লিখিতভাবে ‘সঠিক ব্যবস্থা’ নিতে অনুরোধ জানিয়েছে। অভিযোগে বলা হয়েছে, টিজার-এর প্রচার কোনো পূর্ব সতর্কতা বা বয়স সংক্রান্ত বিজ্ঞপ্তি ছাড়াই করা হয়েছে এবং তা নারীদের সম্মান হানিকর।
ছবির টিজার সম্প্রচারের পর নেটিজেনরা নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে এটিকে ‘অত্যাধিক দৃশ্য’ বলে সমালোচনা করেছেন এবং প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আবার অনেকে বলেন এটি শুধু প্রমোশনাল টিজার ও পুরো ছবির প্রতিফলন নয়।
এ পরিস্থিতিতে চলচ্চিত্রের নির্মাতা বা প্রযোজক পক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। যতক্ষণ না ছবি সিবিএফসি-এর অনুমোদন পায় এবং পূর্ণ ট্রেলার মুক্তি পায়, ততক্ষণ পর্যন্ত এই বিতর্ক থেমে থাকবার মতো নয়।
‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ১৯ মার্চ ২০২৬ আন্তর্জাতিকভাবে মুক্তির পরিকল্পনা রয়েছে এবং এতে যশের পাশাপাশি নানা নায়িকা ও অভিনেতা অংশগ্রহণ করছেন।
আইকে/টিএ