অপ্রত্যাশিত ঘরানার মিশেলে এবার নতুন চমক নিয়ে আসছে করণ জোহর প্রযোজিত কুক্কু কি কুণ্ডলি। যেখানে নাটকীয়ভাবে থিয়েটারে অভিষেক ঘটছে ভূবন বামের, আর তার সেই যাত্রাই বাঁক নেয় অলৌকিক পথে। নিজের কুণ্ডলির দোষ কাটাতে নাকি তাকে বিয়েই করতে হবে এক ভূতকে। এই অদ্ভুত শর্ত থেকেই শুরু হয় গল্পের হাস্যকর বিশৃঙ্খলা।
ধর্মা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ছবিটিতে থাকবে দুই নারী চরিত্র, যার একজন আবার ভূত। প্রচলিত জ্যোতিষ বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এমন অস্বাভাবিক প্রেম, হাসি আর অলৌকিকতার মিশ্রণ বলিউডে নতুন স্বাদ আনতে চলেছে। কুক্কুর কুণ্ডলি সমস্যার সমাধান নাকি শুধু ভূত বিবাহেই সম্ভব, আর সেই অসম্ভব ঘটনাই গল্পকে এগিয়ে নেয় এক অন্যরকম পথে।
ভূমিকায় আছেন ওয়ামিকা গাব্বি, যিনি ভূল চক মাফ আর জিনি ছবিতে প্রশংসিত অভিনয়ের পর এবারও এক ভিন্ন মাত্রার চরিত্রে হাজির হচ্ছেন। সাহসী আর ঘরানা-ভাঙা চরিত্র বেছে নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি।
স্ত্রী আর রুহির সাফল্যের পর ভারতীয় দর্শক যে কৌতুক, অলৌকিকতা আর জ্যোতিষবিশ্বাসের অদ্ভুত সংমিশ্রণ পছন্দ করছে, সেই পরম্পরার ওপর ভর করেই তৈরি হচ্ছে কুক্কু কি কুণ্ডলি। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ভূবন বামের জন্যও বড় পদক্ষেপ, ডিজিটাল তারকা থেকে বড় পর্দায় ওঠার গুরুত্বপূর্ণ মুহূর্ত।
সব মিলিয়ে কুণ্ডলি, কমেডি আর ভূতের তাণ্ডব— এমন মজার অরাজকতা বলিউডে আগে দেখা যায়নি।
এসএন