হঠাৎই সুখবর দিলেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন খুব শিগগিরই টালিউডে রোমান্স, আবেগ আর সাফল্যে ভরা ‘প্রাক্তন’র সিক্যুয়াল আসছে। আর এতে তার সঙ্গে দেখা যাবে প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়কে। সিনেমায় সঙ্গী হিসেবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও থাকবেন বলে জানান এ নায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি লেহরেঁ নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে সুখবরটি জানান প্রসেনজিৎ। অনুষ্ঠানে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী কিনা?
উত্তরে প্রসেনজিৎ বলেন, বিচ্ছেদের সময় আমার বয়স ছিল ২০-২১। আমার হৃদয় ভেঙেছিল তা নয়, আসলে আমি বড্ড লজ্জিত ছিলাম। যে কী করে মুখ দেখাবো, লোকে কী বলবে। এখন বিষয়টা তেমন নয়।
প্রসেনজিৎ আরও বলেন, বিচ্ছেদ হলেও এখন আমরা বন্ধু। তাই আমি ওর সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রস্তুত। শিবু-নন্দিতা ‘প্রাক্তন ২’ করতে চান—আমাকে, দেবশ্রীকে আর ঋতুকে নিয়ে।
টালিউডে সবচেয়ে জনপ্রিয় জুটি মনে করা হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে। পর্দায় এ জুটি ভাঙার পর ১৪ বছরের দীর্ঘ বিরতি শেষে‘প্রাক্তন’নির্মাণ করেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সে ধারাবাহিকতায় এবার নির্মাতারা দীর্ঘ ৩০ বছরের বিরতি ভেঙে পর্দায় আনতে চান প্রসেনজিৎ-দেবশ্রী জুটি।
ছোটবেলার বন্ধু দেবশ্রী ও প্রসেনজিৎ অনেকটা না বুঝেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। যে কারণে বিয়ের তিন বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। ১৯৯৫ সালে বিচ্ছেদের পর তারা আর সিনেমায় একসঙ্গে কাজ করেননি। এ জুটির সর্বশেষ অভিনীত সিনেমা ‘উনিশে এপ্রিল’।
বিচ্ছেদের ৩০ বছর পর রুপালি পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রীর সিনেমা হবে যুগান্তকারী পুনর্মিলন? এখন শুধু অপেক্ষা সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার।
কেএন/টিএ