নওগাঁয় একটি এনজিও খুলে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম উদ্দিন তনু (৩৭) নামে সেই ব্যক্তি নওগাঁর ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’-এর পরিচালক।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সিআইডি। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নওগাঁ সদর মডেল থানায় প্রতারণার অভিযোগে তনুর বিরুদ্ধে গত ১২ নভেম্বর একটি মামলা হয়। তিনি মাসে এক লাখ টাকার বিপরীতে ২ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করেন। কিছু গ্রাহক লভ্যাংশ পেলেও বেশিরভাগ গ্রাহক পেতেন না।
মামলাকারী এজাহারে তথ্য দেন, সেই এনজিওতে তার আমানত ২০ লাখ টাকা।
এ ছাড়া ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা জমা রয়েছে। এ পর্যন্ত আট শ’র অধিক গ্রাহক ৬০০ কোটির বেশি প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তথ্য মিলছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহকদের বেশিরভাগই দরিদ্র জনগোষ্ঠী। ২০২৪ সালের আগস্টের পর থেকে এনজিওটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়।
গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ কিংবা ঋণের অর্থ ঠিকঠাক তুলতে পারছিলেন না।
বিষয়টি পরিচালকসহ সংশ্লিষ্টদের বলার পর তারা সময় চান এবং কৌশলে এড়িয়ে যান। একপর্যায়ে ওই এনজিওর পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় এবং যারা সেখানে টাকা আনতে যান তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয় মামলায়।
মামলাটি বর্তমানে সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে।
এবি/টিকে