চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থনে এতে যোগ দেন দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মতলব ব্রিজের টোল প্লাজা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়।
মূলত, গত ৩ নভেম্বর আসন্ন নির্বাচনে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই এই আসনের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছে স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের দাবি, মনোনয়ন পুনর্বিবেচনা করে সাবেক মন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে বিএনপির প্রতিনিধি হিসেবে চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হোক।
নেতারা বলেন, আমরা মতলব উত্তর ও দক্ষিণের হাজারো নেতা-কর্মী আজ রাজপথে দাঁড়িয়েছি। এই আসনের ভুল মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে মনোনয়ন দিতে হবে।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে বিএনপির নির্বাহী কমিটি সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
এমআর