অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চলমান ক্রান্তিকালীন সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। তবে তা নিয়ে জনগণের মাঝে শঙ্কা রয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বরিশালে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে 'প্রাক নির্বাচনী উদ্যোগ' শীর্ষক আঞ্চলিক পরামর্শ সভায় এ কথা বলেন তিনি।
সিপিডি'র সম্মানীয় এই ফেলো বলেন, সংস্কার নিয়ে প্রথম পর্যায়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উৎসাহ থাকলেও পরে উপদেষ্টামন্ডলী এবং আমলাদের নিরুৎসাহী দেখা গেছে। তাই অসম্পূর্ণ সংস্কারগুলো নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার দিয়েই লুটপাট তন্ত্রকে ভাঙতে হবে। দলগুলোর দেয়া ইশতেহারে জনগণের কথা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এই সভায় নাগরিক ইশতেহারে কি কি বিষয় আনা যায় সে বিষয়ে পরামর্শ নেয়া হয়। এতে বরিশালের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমআর