ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Voice of bsl DC পেজের অ্যাডমিনকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে নীলক্ষেত মোড় থেকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে আটক করে নিউমার্কেট থানায় হস্তান্তর করেছেন।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম ওয়াসিম আকরাম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি। তিনি ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, ওয়াসিম আকরাম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য। ৫ আগস্ট পরবর্তী আইন অমান্য করে ঝটিকা মিছিল থেকে শুরু করে রাজধানীতে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
এদিকে ওয়াসিম আকরামের মোবাইল ফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়।
এ ছাড়াও তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের ফেসবুক পেজের Voice of BSL DC অন্যতম অ্যাডমিন।
‘বন্ধন ডি.সি’ নামের ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় তিনি। ওই গ্রুপে নির্দেশনা দিতে দেখা যায় শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ঢাকা কলেজ ছাত্রলীগের প্রধান নেতা জসিমকে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ মিলেছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অতিরিক্ত তদন্তের ভিত্তিতে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/টিকে