চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমরা যারা নতুন করে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছি, তাদের প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে একটি বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছেন- তা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, বরং এটি হবে শত বছরের নির্বাচন। কারণ স্বাধীনতাকামী মানুষ ভবিষ্যতের বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, শাসনব্যবস্থা কেমন হবে- এসব বিষয়ই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি জোর দিয়ে বলেছেন, প্রবীণদের চেয়ে তরুণেরা ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে চায়, সেটিকে সামনে রেখে আমাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকার আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছে, তা অবশ্যই পালন করব। জেলায় কোনো দপ্তরের কাজের ব্যত্যয় বা সমস্যা দেখা দিলে সেটির দায় আমারই। আমি সেই প্রতিষ্ঠানের কষ্টের সঙ্গী হতে চাই, যেন সমস্যার সঙ্গে যুক্ত হয়ে দ্রুত সমাধানের চেষ্টা করতে পারি। আপনারা যদি সমস্যা দেখিয়ে দেন, তবে অধিকাংশ কাজ তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, চাঁদপুরে এসে দেখলাম অনেক স্থানীয় পত্রিকা প্রকাশিত হচ্ছে। আপনারা এসব পত্রিকার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরলে আমরা তা সমাধানের চেষ্টা করব। জাতীয় পত্রিকায় সংবাদ স্থান পেলেও তা সীমিত থাকে, কিন্তু আপনারা স্থানীয় পত্রিকায় বিস্তারিত তুলে ধরতে পারেন, যা আমাদের কাজের জন্য সহায়ক হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু বক্তব্য দেখা যায়, যা আমার নয়। তথ্যপ্রযুক্তির অগ্রগতির কারণে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য তুলে ধরতে হবে। আপনারাই আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন কোনটি সত্য।
জেলা প্রশাসক বলেন, দেশের কিছু ব্র্যান্ড ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে- যেমন সিলেটের চা, চাঁপাইনবাবগঞ্জের আম এবং চাঁদপুরের ইলিশ। এদিক দিয়ে আমি ভাগ্যবান যে চাঁদপুরে আসতে পেরেছি। ইলিশের সুনাম শুধু দেশে নয়, বিশ্বজুড়ে। চাঁদপুরে ইলিশ কেমন আছে সেটা বড় বিষয় নয়, আমি এখানে এসেছি এক ধরনের দায় নিয়ে- নতুন প্রজন্ম বাংলাদেশকে যেমনভাবে দেখতে চায় সেইভাবে কাজ করার জন্য।
নাজমুল ইসলাম বলেন, চাঁদপুরে এসে শহরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছি। এতে কিছু সমস্যা বুঝতে পেরেছি এবং মনে হয়েছে, আপনারা আমার সঙ্গে থাকলে এসব সমস্যা সমাধান করা সম্ভব। আপনারা যে কাজগুলো করতে পারেন, আমি তা করতে পারব না। আপনাদের দেখানো সমস্যাগুলো আমাকে উৎসাহিত করবে। আপনারা এ মাটির সন্তান, অনেক কিছুই জানেন যা আমার জানা নেই। আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দর চাঁদপুরকে আরও এগিয়ে নিতে চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, আব্দুল আউয়াল রুবেল, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, ফারুক আহমেদ, আলম পলাশসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
এবি/টিকে