বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা খোলামেলা জানালেন সামাজিক মাধ্যমে। তিনি জানান, সবসময় হাসিখুশি থাকা সম্ভব নয়; এমন দিনও গেছে যখন তিনি ভেঙে পড়েছেন, অগোছালো হয়ে গেছেন। তবে সবকিছুর পরেও তিনি নিজেকে হারিয়ে যেতে দেননি।
জাহ্নবীর ভাষ্য অনুযায়ী, জীবনে দুঃসময় অবশ্যই আসে, কিন্তু কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়।
তিনি বলেন, নিজের ভুল-ত্রুটি ও অগোছালো দিনগুলোকেও গ্রহণ করতে শিখেছেন। এই গ্রহণযজ্ঞই তাকে আরও দৃঢ় করেছে, এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।
ভক্তদের উদ্দেশে জাহ্নবী জানান, জীবনে ব্যর্থতা কিংবা হতাশা এসে গেলেও এক মুহূর্তের জন্যও মনে করা উচিত নয় যে সব শেষ। তিনি বিশ্বাস করেন, ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা সম্ভব। তার মতে, ‘‘ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু শেষ হয়ে যাওয়া নয়।’’
এমআর