বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দাম্পত্য জীবনের একটি ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে। তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে জানান, সুখী দাম্পত্য চাইলে স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হওয়া জরুরি। মাঝে মাঝে ভুলে যাওয়ার স্বভাব আর সামান্য কম শোনার অভ্যাস দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
কাজলের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে সব কথা মনে না রাখা, সব আচরণকে গুরুত্ব না দেওয়া এবং অযথা তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
তার ভাষ্য, দাম্পত্যে অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাওয়া এবং কিছু সময়ে শুনে না শোনার ভান করা সম্পর্ককে আরও মজবুত করে।
অভিনেত্রী জানান, দীর্ঘ দাম্পত্যে বোঝাপড়া ও ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। তাই তিনি মনে করেন, যেসব দম্পতি অযথা খুঁটিনাটি বিষয় নিয়ে উত্তেজিত হন, তাদের উচিত অনেক কিছুই সহজভাবে নেওয়া। কাজলের মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এমআর