কখনও কি শুনেছেন, কোনো ক্লাব তার খেলোয়াড়কে গোল করতে নিষেধ করছে? অবিশ্বাস্য হলেও, বার্সেলোনায় রবের্ত লেভানদোভস্কির ক্ষেত্রে এমন ঘটনাই নাকি ঘটেছিল!
স্বদেশের ফুটবল তারকা লেভানদোভস্কিকে নিয়ে ‘দি রিয়েল লেভানদোভস্কি’ নামে একটি বই লিখেছেন পোলিশ লেখক সেবাস্তিয়ান স্তাসেভস্কি।সেখানে তিনি কাতালান ক্লাবটিতে লেভানদোভস্কির প্রথম মৌসুমের একটি ঘটনার বর্ণনা দিয়ে ওই দাবি করেছেন।
বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০২২ সালের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেন লেভানদোভস্কি। অল্প সময়েই নতুন ঠিকানায় মানিয়ে নিয়ে একের পর এক গোল করতে থাকেন তিনি। ওই মৌসুমে বেশ দাপটের সঙ্গেই আগেভাগে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলে বার্সেলোনা।
স্তাসেভস্কির লেখা বইয়ের তথ্য অনুযায়ী, লিগের শেষ দুই রাউন্ডের আগে বার্সেলোনার একজন বোর্ড সদস্য লেভানদোভস্কিকে বলেন, “রবের্ত, আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো।”
অদ্ভূত এই অনুরোধের পেছনের কারণ?-শেষ দুই ম্যাচের আগে ২৩ গোল করেছিলেন লেভানদোভস্কি। লিগে তার ২৫ গোল হয়ে গেলে বায়ার্নের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী তাদেরকে আরও ২৫ লাখ ইউরো দিতে হতো বার্সেলোনার।
শেষ দুই ম্যাচে গোল না করার পরও অবশ্য ওই আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন লেভানদোভস্কি।
ফুটবল সাংবাদিক গিইয়েম বালাগও সামাজিক মাধ্যমে বিস্ময় নিয়ে খবরটি জানিয়েছেন, সঙ্গে ব্যাখ্যা করেছেন কারণটাও।
সেই সময় খুব আর্থিক সমস্যায় ছিল বার্সেলোনা। যে কারণেই তার আগের বছর ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে যেতে হয়েছিল ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকে।
দুই বছর আগের ওই ঘটনা প্রকাশ্যে আসার পর হয়তো এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হবে বলেও মনে করেন গিইয়েম।
এমআর