বলিউড মানেই নক্ষত্রের মেলা। এখানে কেউ কেউ আসেন, জয় করেন এবং যুগের পর যুগ রাজত্ব করেন। আবার কেউ কেউ ধুমকেতুর মতো জ্বলে উঠেই হারিয়ে যান বিস্মৃতির অতলে। এমনই এক অভিনেতা জায়েদ খান। একটা সময় শাহরুখ খানের অনস্ক্রিন ভাই ‘লাকি’ হিসেবে যিনি দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন, আজ তিনি বলিউড থেকে যোজন যোজন দূরে।
২০০৪ সালে ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হুঁ না’। ছবিতে শাহরুখ খানের ছোট ভাই ‘লক্ষ্মণ প্রসাদ শর্মা’ বা ‘লাকি’র চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ খান। কিন্তু হঠাৎ কেন গ্ল্যামার জগত থেকে নিজেকে গুটিয়ে নিলেন এই তারকা? বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খান ও জারিন খানের পুত্র জায়েদ খানের অভিষেক হয়েছিল ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সিনেমার মাধ্যমে।
প্রথম ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, পরের বছরই শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ তার ভাগ্য বদলে দেয়। ‘ম্যায় হুঁ না’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও তারকাখ্যাতি। তবে সাফল্যের এই গ্রাফ বেশিদিন ধরে রাখতে পারেননি জায়েদ। ২০০৫ সালে তার অভিনীত ‘শাদি নম্বর ওয়ান’, ‘ওয়াদা’-র মতো একাধিক সিনেমা মুক্তি পায়।
তবে দুর্ভাগ্যবশত, একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। ক্রমাগত ব্যবসায়িক ব্যর্থতার জেরে একসময় তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন। এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। বর্তমানে সিনেমার সেটে না থাকলেও বলিউডের বিভিন্ন পার্টি বা ইভেন্টে মাঝেমধ্যে তার দেখা মেলে।
পারিবারিক সূত্রে জায়েদ খান বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কিত। তিনি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের আপন ভাই। সিনেমা থেকে দূরে থাকলেও পারিবারিক বন্ধনে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি মাকে হারিয়েছেন এই অভিনেতা। মা জারিন খানের শেষ ইচ্ছা অনুযায়ী হিন্দু রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করেন জায়েদ। জীবনের এই কঠিন মুহূর্তে হৃতিক রোশন ও তার পরিবারকে জায়েদ খানের পাশে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেছে।
ইএ/এসএন