পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। এ কারণে রশিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সাইবার ক্রাইম সংস্থা।
জাতীয় সাইবার ক্রাইম সংস্থার মুখপাত্র নাজিবুল্লাহ হাসান বলেছেন, 'ইসলামাবাদ এবং লাহোরে দুটি আলাদা তদন্তের বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করেছেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ।' বোর্ডের বর্ষীয়ান আইনজীবী সৈয়দ আলি নাকভির অভিযোগের প্রেক্ষিতেই লতিফের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বোর্ডের ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের সমালোচনাও করেছিলেন লতিফ। তিনি লিখেছিলেন, 'শাহিন আফ্রিদিকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল, যেখানে ধর্ম, জাতি, ক্রিকেট দল এবং শ্রেণিগত বৈষম্যের মাধ্যমে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আলাদা করে তাদের ওপর শক্তি দেখানো এবং শাসন করা সম্ভব হয়।'
তিনি আরও জানিয়েছিলেন, পাকিস্তান একমাত্র দেশ, যারা একজন মাঝারি মানের অধিনায়কও নির্বাচন করতে পারে না। আগেও পাকিস্তানের ক্রিকেট নিয়ে বারবার মুখ খুলেছিলেন তিনি। এশিয়া কাপের সময় বলেছিলেন, 'পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক অশান্তি রয়েছে। এখন সেটা মাঠেও দেখা যাচ্ছে।'
দুই দেশের ক্রিকেটীয় পার্থক্যের কথাও তুলে ধরেছিলেন তিনি, 'টি-টোয়েন্টিতে যে কোনও কিছুই হতে পারে। তবে খতিয়ে দেখলে বোঝা যাবে, ভারত অনেক শক্তিশালী দল। আইপিএল এবং পিএসএলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।'
আরপি/এসএন