গণশুনানিতেই মন জয় করলেন ডিসি জাহিদুল ইসলাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সেই পরিচিত ধূসর দরজার সামনে বুধবার সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। রোদ তখনো নরম, কিন্তু মানুষের চোখে-মুখে পড়া কষ্টের রেখা ছিল গাঢ়। কারও হাতে কাগজের ছোট ফাইল, কারও হাতে ওয়ারিশ সনদ বাতিলের আবেদন, আবার কেউ এসেছে সুপেয় পানির ব্যবস্থা কিংবা আদরের সন্তানের পড়ালেখার সহযোগিতা চাইতে। এসব মানুষ এসেছেন এক লক্ষ্য নিয়ে-একজন মানুষকে দেখতে, যিনি দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই আলোড়ন তৈরি করেছেন তার মানবিকতার জন্য। তিনি হলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

হলরুমে ঢুকতেই যা চোখে পড়ে তা শুধু উপচেপড়া ভিড় নয়-দীর্ঘদিনের ভোগান্তি আর আশা মিশে থাকা মানুষের দৃষ্টি। একজন বৃদ্ধা কাঁপা হাতে অভিযোগপত্র ধরে আছেন, এক যুবক এসেছে পরিবারের নামজারি জটিলতা নিয়ে। পাশেই বসে আছেন বাঁশখালীর এক মধ্যবয়সী মানুষ, যিনি লবণাক্ত পানির সমস্যা থেকে মুক্তির আর্জি নিয়ে এসেছেন।

সবাই অপেক্ষা করছেন এক মানুষের সামনে নিজেদের কথা বলার জন্য। মানুষটি যখন প্রবেশ করলেন, পরিবেশে যেন আশ্বাসের হাওয়া বইল।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যখন আবেদনগুলো পড়লেন, তখন তার মনোযোগ ও আচরণ দেখে বোঝা যায়- তার কাছে এসব কাগজ কেবল ডকুমেন্ট নয়, প্রতিটি মানুষের জীবন থেকে উঠে আসা যন্ত্রণার গল্প।

তিনি কোনো তাড়াহুড়ো করলেন না। প্রতিটি মানুষকে নাম ধরে ডাকলেন, সময় দিলেন, সমস্যাটি বুঝে নিলেন, তারপর সমাধান দিলেন- কখনও নির্দেশ দিয়ে, কখনও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে।

রাঙ্গুনিয়ার এমরান হোসেনের চোখে ছিল উৎকণ্ঠা। পরিবারের বাইরের একজন ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে আমাদের খতিয়ান করে নিয়েছে—এ অভিযোগ তিনি বলতে না বলতেই ডিসি স্যার সংশ্লিষ্ট এসিল্যান্ডকে সরাসরি নির্দেশ দেন।

এমরান বেরিয়ে গিয়ে বললেন, আমরা এতদিন যে সমস্যায় ছিলাম, আজ মনে হলো সব শেষ হলো। মানুষটা সত্যিই আলাদা।

বাঁশখালীর জাফর আহমদ বলেন, আমাদের এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির খুব অভাব। আমরা গভীর নলকূপ চাইতে এসেছি। ডিসি মহোদয় জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

ভিড়ের মাঝেই এক ধরনের স্বস্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটা সিদ্ধান্তই কত মানুষের জীবন বদলে দিতে পারে!

এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসেন নিজের পড়ালেখার খরচ এবং ছোট বোনের স্কুলের বেতন মওকুফের আবেদন নিয়ে। পরিস্থিতি শুনে ডিসি স্যার সঙ্গে সঙ্গে বোনের বেতন মওকুফ করেন এবং ছাত্রটির জন্য নিয়মিত আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

নাম প্রকাশ না করে শিক্ষার্থী বলেন, স্যার আমার পরিবারকে বাঁচিয়ে দিলেন। এভাবে কেউ শোনে না, কিন্তু উনি শুনলেন। তার চোখের পানি যেন গণশুনানির মানবিকতার সত্যিকারের স্বাক্ষর।

যারা ঘরে ঢুকেছিলেন ভর দেওয়া ক্লান্তি ও দুশ্চিন্তায়, তারা বের হলেন হাসিমুখে। কেউ সমস্যার সমাধান পেয়েছেন, কেউ আশ্বাসের আলো।

সবার কণ্ঠে একই কথা, এই ডিসি স্যারটা যেন সবসময় এমনই থাকেন। দিন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ আশা নিয়ে আমাদের কাছে আসে। তাদের কথা শোনা এবং সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। দুঃস্থ বা বয়োবৃদ্ধ-আমার অফিস সবার জন্য উন্মুক্ত। নিয়মিত গণশুনানি মানুষের আস্থা বাড়ায় এবং প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে আসে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় বিএনপি নেতাসহ আটক ৬ Jan 09, 2026
img
যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল তালিকায় দুই বাংলাদেশি Jan 09, 2026
img
প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির Jan 09, 2026
img
ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে? Jan 09, 2026
img
আইসিসির মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার Jan 09, 2026
img
মাঠে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ Jan 09, 2026
img
‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী’ বলে ছাত্রশক্তির সদস্যসচিবের পদত্যাগ Jan 09, 2026
img
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট Jan 09, 2026
যে ৩টি কাজ কবরেও সঙ্গে সাথে | ইসলামিক জ্ঞান Jan 09, 2026
img
পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত পাকিস্তান সরকারের Jan 09, 2026
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্ল্যাসিকোর মঞ্চে রিয়াল Jan 09, 2026
img
যৌথ অভিযানে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার Jan 09, 2026
img

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বাভাবিকভাবে বাড়িয়েছে জিয়াউল আহসান’ Jan 09, 2026
img
মাজারে হামলা মোটেও কাম্য নয়: প্রেস সচিব Jan 09, 2026
img
‘জুলাই আন্দোলনে শহিদ-আহতদের তালিকায় ২০ জানুয়ারির মধ্যে নতুনদের নাম যুক্ত করতে হবে’ Jan 09, 2026
img
সৃজনশীলতা আর বাস্তবতার সংমিশ্রণে এক অনন্য নাম ফারহান আখতার Jan 09, 2026
img
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ‘শঙ্কায়’ ট্রাম্প Jan 09, 2026
img
নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি! Jan 09, 2026
img
ভারতে শুরু হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা Jan 09, 2026
img
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর, তদন্ত কমিটি গঠন Jan 09, 2026