বড় পরিসরের মেগা অ্যাকশন-ড্রামা ‘ভারাণাসি’ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। এস.এস. রাজামৌলীর পরিচালনায় তৈরি এই সিনেমার মূল চরিত্রে কারা থাকবেন তা নিয়ে চলছে জোর কল্পকথা।
সম্প্রতি ফাঁকা থাকা কোনো আপডেটে আর. মাধবনের নাম না থাকায় ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে তথ্যসূত্র অনুযায়ী, সম্ভাবনা রয়েছে তিনি লর্ড হনুমানের ভূমিকায় দেখা দিতে পারেন, যা এই পৌরাণিক মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
‘ভারাণাসি’-তে মহেশ বাবু লর্ড রামার ভূমিকায় থাকবেন, সঙ্গী হিসেবে আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও প্রীতিভিরাজ সুকুমারন। এ সিনেমাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে আনা হচ্ছে।
মাধবনের শুটিং আগামী বছরের শুরুতে শুরু হওয়ার কথাও শোনা যাচ্ছে। সিনেমাটির প্রেক্ষাপট ও চমকপ্রদ দৃশ্যের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা ২০২৭ সালে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।