আজ শুক্রবার ভোরে পাকিস্তানে রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১৩৫ কিলোমিটার গভীরে। এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যদিও গভীর ভূমিকম্পে কম্পনের তীব্রতা সাধারণত কম থাকে, বিশেষজ্ঞদের মতে অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি বিপজ্জনক। কারণ সেগুলোর ভূকম্পন তরঙ্গ কম দূরত্ব পাড়ি দিয়ে স্থলভাগে পৌঁছায় এবং এর ফলে অধিক মাত্রার কম্পন ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ে।
দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারত এমন এক অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। এজন্য এই অঞ্চলকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে ধরা হয় এবং মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই সীমান্ত পেরিয়ে একাধিক দেশে অনুভূত হয়।
পাকিস্তান নিজেই একটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির ভেতর দিয়ে বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন অতিক্রম করেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং গিলগিট-বালতিস্তান ইউরেশীয় প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত, অন্যদিকে সিন্ধু ও পাঞ্জাব ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করায় এসব প্রদেশে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
বিশেষ করে বেলুচিস্তান আরবিয়ান ও ইউরেশীয় প্লেটের সক্রিয় সীমান্তের কাছে হওয়ায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
পাঞ্জাব ও সিন্ধুও ভূমিকম্পের সম্ভাবনা থেকে সম্পূর্ণ নিরাপদ নয়।
সূত্র : এনডিটিভি।
কেএন/এসএন