সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলেই জানি।
সরকার বলছে যে নির্বাচন বিচার পর্যন্ত করতে পারবে না। এখন বিচার কতটুকু হয়, কখন উইথড্র হয়, তা-ও আমরা জানি না। হবে কি হবে না তা-ও জানি না।
কিন্তু আজকে পর্যন্ত নেই। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
আবু হেনা বলেন, যদি ফেব্রুয়ারিতে ভোট হয় এবারের আওয়ামী লীগের ভোটগুলো জামায়াত আর এনসিপি পাবে না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি।
তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে। আর যদি দেয়, তাহলে জামায়াত আর এনসিপি পাবে না। রাজ্জাকী বলেন, জামায়াত এনসিপিকে নিয়ে তারা এইটা ভাবতে পারে যে শেখ হাসিনার যে বিচারটা হলো, সেই রায় কার্যকরের ব্যাপারে জামায়াত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না। এটা তাদের বিশ্বাস হতে পারে।
সে কারণে ভোটটা পাবে না। আর অন্যভাবে দেখলে আওয়ামী লীগের ভোট ডিসাইডিং ম্যাটার হয়ে যেতে পারে। রাজ্জাকী আরো বলেন, আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, জামায়াত ছিল তখন ডিসাইডিং ফ্যাক্টর— কোন দিকে যাবে বা কে তাকে লুফে নেবে।
এখন আওয়ামী ভোট হয়েছে ডিসাইডিং ফ্যাক্টর। আওয়ামী লীগ যদি মনে করে পাওয়ার একচ্ছত্র কাউকে দেব না, সে ক্ষেত্রে ব্যালান্স করার জন্য সেদিকে ভোট দিতে পারে।
আইকে/এসএন