রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান।
এর আগে ১৮ নভেম্বর ঘোষিত তফসিলে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হলে শিক্ষার্থীদের একাংশ তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি ছিল, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিসহ শুক্র ও শনিবার একটানা বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করবে না। ফলে ২৯ ডিসেম্বরের নির্বাচন উৎসবমুখর হবে না। এ নিয়ে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে নির্বাচনের তারিখ এগিয়ে আনার দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির আলোকে ব্রাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আরও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান বলেন, ‘পূর্বে ঘোষিত নির্বাচনের তারিখের আগে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং শুক্র-শনি থাকায় ভোটারদের উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়। তাই আমরা ভোট গ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করেছি। অন্য কোনো তারিখ পরিবর্তন করা হয়নি। শুধু ডোপ টেস্টের জন্য যে তিন দিন সময় দেয়া হয়েছিল, তা আর রাখা হবে না; মনোনয়ন দাখিলের সময়ই ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। এতে নির্বাচনের অন্যান্য প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।’
উল্লেখ্য, নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার ১৭ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিধান যুক্ত হয়। দুই দফা নির্বাচন কমিশন পুনর্গঠনের পর গত ১৮ নভেম্বর রাতে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
টিজে/টিকে