সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। দৃঢ় মানসিকতা, নারীর ক্ষমতায়ন বিষয়ে তার শক্তিশালী বার্তা এবং স্বকীয়তার প্রতি বিশ্বাস তাকে এই মুকুট পেতে বিশেষ ভূমিকা রেখেছে!
থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার পুরো সময়জুড়ে উত্তেজনা, নাটকীয়তা এবং আবেগঘন মুহূর্তের পর ফাতিমার শান্ত মূর্তি, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নারীর ক্ষমতায়ন নিয়ে শক্তিশালী বক্তব্য তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে।
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যাত্রার শুরুতেই তাকে বিতর্কের মুখে পড়তে হয়। স্থানীয় আয়োজকদের এক কর্তার সঙ্গে তর্কে জড়ান ফাতিমা। তিনি তখন প্রতিবাদ জানিয়ে বলেন, আয়োজকরা তার কাছে অন্যায্য দাবি করেছেন! এ বিষয়ে আয়োজকদের সাথে উত্তেজনা, মতবিরোধ এবং কিছুক্ষণের জন্য তখন ওয়াকআউটের খবরও প্রকাশ পায়।
বিতর্ক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও ফাতিমা শেষ পর্যন্ত দৃঢ়তার সাথে মঞ্চে ফিরেছিলেন এবং সেই প্রতিকূলতাকেই যেন শক্তিতে রূপান্তর করেন মেক্সিকোর এই নারী। আর ফাইনাল রাউন্ডে তো বিশ্ববাসীকে মুগ্ধ করলেন নিজের মেধার জোরে!
এদিন ফাইনালিস্টদের কাছে বিচারকদের প্রথম প্রশ্ন ছিল, “২০২৫ সালে একজন নারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?” ফাতিমা সাবলীলতার সাথে উত্তর দেন,“যেসব নারী সাহস নিয়ে এগিয়ে যান, তারাই ইতিহাস গড়ে তোলেন।”
তার কথা শেষ হতেই দর্শকসারিতে তুমুল করতালি শুরু হয়। এসময় ফাতিমা আরও বলেন, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক প্ল্যাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ এবং জনসম্মুখের ব্যক্তিত্বদের উচিত তাদের প্রভাবকে অবহেলিত কণ্ঠস্বরের পক্ষে ব্যবহার করা।
দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল,“আজ যদি আপনি মিস ইউনিভার্সের মুকুট জিতে যান, কীভাবে আপনি তরুণ মেয়েদের ক্ষমতায়ন করবেন?”
উত্তরে ফাতিমা বলেন, “নিজের স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। নিজের স্বপ্ন, হৃদয় এবং সামর্থ্যের ওপর আস্থা হারাবেন না। কাউকে কখনও আপনার সামর্থ নিয়ে সন্দেহ করতে দেবেন না। কারণ আপনি মূল্যবান, আপনি শক্তিশালী, আপনার কণ্ঠ শোনা জরুরী।” ফাতিমার এই উত্তরটিকেই অনেকেই বলেছেন“রাতের সেরা মুহূর্ত।”
ফাতিমা বশের জয় শুধু মেক্সিকোর জন্য নয়- বিশ্বের সকল তরুণীর জন্য আত্মবিশ্বাস এবং সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিযোগিতাজুড়ে তিনি যে মানসিক শক্তি, স্বকীয়তা এবং নেতৃত্বের বার্তা দিয়েছেন, তা বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করেছে।
তার ভক্তরা বলছেন, ফাতিমার মুকুট জয়ের চেয়েও বড় জয় হলো তার বার্তা, তার সাহস, এবং নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি। আয়োজকদের সাথে বিবাদে জড়িয়েও তিনি যে মনোবল নিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পার হয়েছেন, সেটা অনেকের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রসঙ্গত, মুকুট জিততে না পারলেও বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলাও নজর কেড়েছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ জিতে থাইল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান। তিনি টপ ৩০–এ জায়গা করে নেন এবং পিপলস চয়েস, সুইমস্যুট রাউন্ড, ন্যাশনাল কস্টিউমসহ অন্যান্য বিভাগেও দারুণ পারফর্ম করেন।
এবি/টিকে