১৯৮৭ সালে জেতার পর রোজারিও সেন্ট্রালের কপালে আর লিগ শিরোপা জোটেনি। তারপর গত মে’তে এই ক্লাবে যোগ দিলেন একজন ডি মারিয়া, বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইনে ভর করে রোজারিও প্রিমেরা ডিভিশন জিতলো ৩৮ বছর পর।
ডি মারিয়ায় ভর করেই বটে! ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। শিরোপা জেতার পথে রোজারিওর হয়ে অন্য কারো এর চেয়ে বেশি গোল নেই। এই ক্লাবে আগেও খেলেছেন তিনি, আসলে তার যুব ও সিনিয়র ক্যারিয়ার শুরুই হয়েছিল রোজারিওর জার্সিতে। ২০০৭ সালে পাড়ি জমান পর্তুগিজ ক্লাব বেনফিকাতে, এবার এসেছেনও সেই বেনফিকা থেকে।
মাঝে ডি মারিয়া খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের হয়ে। এরমধ্যে বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে অনেকগুলো শিরোপাই জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে কিছুই জেতা হয়নি, শিরোপা ছিল না রোজারিওর হয়েও। এবার সেই আক্ষেপ ফুরালো তার।
রোজারিও সেন্ট্রালের শিরোপা জেতার ব্যাপারটা কিছু আশ্চর্যজনক। প্রিমেরা ডিভিশনে সাধারণত দুটি ধাপের লিগপর্বে পর প্লেঅফের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে থাকে। এবার প্লেঅফ হচ্ছে না, বৃহস্পতিবার কর্তৃপক্ষ সর্বসম্মতভাবে রোজারিওকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে।
ডি মারিয়ারা চ্যাম্পিয়ন হলেন দুই ধাপের লিগপর্বে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করায়। ‘বি’ গ্রুপে ‘উদ্বোধনী’ পর্বে ৩৫ পয়েন্ট পাওয়ার সমাপণী পর্বে পেয়েছে ৩১। মোট ৬৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বোকা জুনিয়র্স দ্বিতীয় সর্বোচ্চ ৬২ পয়েন্ট পেয়েছে।
এবি/টিকে