পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার ঘর আলোকিত করেছে তাঁদের ফুটফুটে পুত্রসন্তান নীর। জন্মের পর থেকেই এই তারকা দম্পতির নতুন জীবনের প্রতিটি মুহূর্ত ভক্তদের কাছে আনন্দের। সম্প্রতি নীরের নরম ছোট্ট পায়ের একটি ছবি প্রকাশ্যে আনতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন তারা। আর এবার বোনপোর জন্য দূর মার্কিন মুলুক থেকে ভালোবাসায় ভরতি উপহার পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।
পরিণীতি নিজের ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি শেয়ার করেছেন নীরের পক্ষ থেকে ‘মাসি-মেসো’কে ধন্যবাদ জানিয়ে। উপহারের বাক্সটি যেন ছোট্ট শিশুর জন্য সাজানো এক পৃথিবী জামাজোড়া, জুতো, টেডি বিয়ার, চুলের ব্রাশ, উষ্ণ সোয়েটারসহ প্রয়োজনীয় নানা সামগ্রীতে ঠাসা। পরিণীতি লিখেছেন, নীর ইতিমধ্যেই আদরে ভরে উঠেছে। প্রিয়াঙ্কার মেয়ে মালতিরও ছিল এই ভালোবাসায় অংশগ্রহণ।
শোনা যায়, কিছুদিন আগেও দুই বোনের মধ্যে দূরত্ব ছিল। প্রিয়াঙ্কা নাকি পরিণীতির বিয়েতে যোগ দেননি, যা নিয়ে বিনোদন দুনিয়ায় নানা আলোচনা চলেছিল। কিন্তু নতুন অতিথির আগমনে যেন সেই দূরত্ব গলে গেছে। বোনপো হওয়ার খবরে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছিলেন আগেই। এবার উপহারের ঝলকে সেই পারিবারিক বন্ধন যেন আরও স্পষ্ট হয়ে উঠল।
পরিণীতি সম্প্রতি ছেলের নাম ঘোষণা করেও আবেগঘন একটি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, নীর তাঁদের জীবনের এক ‘অনন্ত ফোঁটা’, যে তাদের হৃদয়ে শান্তি এনে দিয়েছে।
তারকা পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে যে উচ্ছ্বাস চলছে, তা ভক্তদের কাছেও আনন্দের। পরিণীতির ছবি আর প্রিয়াঙ্কার ভালোবাসায় মোড়া উপহার বলিউডের এই দুই বোনের সম্পর্ককে নতুন আলোয় দেখাল।
আরপি/টিকে