সমসাময়িক সমাজ ও পারিবারিক বদলে যাওয়া বাস্তবতা নিয়ে খোলামেলা মন্তব্য করলেন বাংলার জনপ্রিয় তারকা দেব। তিনি বলেন, “এখনকার বাবা-মায়েরা তো বাচ্চাকে খালি প্যাম্পার করে রাখেন- বাবা কী হয়েছে? এই নাও ফোন নাও।”
তার এই কথার মধ্যেই উঠে এসেছে নতুন প্রজন্মের বেড়ে ওঠা, পরিবারে প্রযুক্তিনির্ভরতার বাড়তি প্রভাব এবং বাবা- মায়ের অতিরিক্ত প্রশ্রয়ের প্রসঙ্গ।
দেবের মতে, আজকাল অনেক পরিবারেই শিশুকে শান্ত রাখার সহজ সমাধান হিসেবে ফোন বা ট্যাবলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে শিশুর আবেগ, ধৈর্য, সৃজনশীলতা- সবকিছুই অনিচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথার সুরে ছিল হালকা রসিকতা, কিন্তু তা যেন সমাজের প্রতি একটি সতর্কতাই ছুঁড়ে দেয়।
শিশুদের শৈশব যে আগের মতো আর নেই, দেব তা বেশ গভীর দৃষ্টিতে তুলে ধরেছেন। তিনি মনে করেন, শিশুদের বেড়ে ওঠা হওয়া উচিত স্বাভাবিক ছন্দে, খেলাধুলা ও বইয়ের জগতে; সব সময় স্ক্রিনের সঙ্গে আটকে নয়। একজন অভিনেতা হয়েও সামাজিক প্রসঙ্গ নিয়ে দেব যে নির্ভয়ে কথা বলেন, তা শ্রোতাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।
তার এই মন্তব্যে অনেকে নিজের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে নিয়েছে। আবার কেউ কেউ বলেছেন, জনপ্রিয় একজন তারকার মুখে এমন বাস্তবধর্মী সতর্কবার্তা আজকের সময়ে সত্যিই জরুরি।
কেএন/টিএ