গতকালকের ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী মারা যান। দুর্ঘটনার পর আজ শনিবার (২২ নভেম্বর) সেই ভবন পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও তার দল।
সরেজমিনে গিয়ে দেখতে পান, কোনো ধরনের বালু-সিমেন্ট ছাড়াই রেলিংটি ভবনের ছাদে তৈরি করা হয়। যেকারণে ভূমিকম্পের ঝাঁকুনিতে সেটা ভেঙে পড়ে। তবে ওই ঘটনার পর থেকে বাসা মালিকের তিন ভাই পলাতক রয়েছেন।
এসময় রাজউক চেয়ারম্যান ভবনটির মালিকের প্রতিনিধি হয়ে উপস্থিত হওয়া নারীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কষ্ট লাগতেছে না, এটা ভেঙে তিনজন মারা গেল। আপনারা এমন একটা জিনিস বানাইয়া রাখছেন, এখানে কোনো বালু-সিমেন্ট নেই।
তিনজনের মৃত্যুর ঘটনার জন্য বাসা মালিককে দায়ী করে তিনি বলেন, আপনাদের জন্য মারা গেলো, এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।
ভবনটির নকশা প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনি আগামী ৭ দিনের মধ্যে নকশা দেখাতে চাইছেন। যদি এই সময়ে না পারেন তাহলে বিল্ডিং সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন রাজউক চেয়ারম্যান।
প্রসঙ্গত, ভূমিকম্পের সময় বংশালের কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশুসহ তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮), তার ছেলে আবদুল আজিজ ওরফে রিমন (১২)।
এবি/টিকে