মার্কিনীদের মদ্যপান বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এলো কড়া নির্দেশনা। আগামী ৫ বছরের জন্য খাদ্য ও পুষ্টি-সংক্রান্ত সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সুস্থ থাকতে হলে কমাতে হবে অ্যালকোহল পান। বিশেষ করে সকালের নাশতায় কোনোভাবেই চলবে না মদ্যপান।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার জনগণের জন্য প্রকাশ করেছে আগামী ৫ বছরের জন্য আনুষ্ঠানিক খাদ্য ও পুষ্টি নির্দেশনা- ইউএস ডায়েটারি গাইডলাইনস ফর আমেরিকানস। যেখানে আগের অ্যালকোহল-সংক্রান্ত নির্দেশনা বাদ দিয়ে দেয়া হয়েছে সাধারণ পরামর্শ- ভালো স্বাস্থ্যের জন্য কমাতে হবে মদ্যপান।
পূর্বের নির্দেশিকায় নির্ধারিত ছিল নারীদের জন্য দিনে এক গ্লাস ও পুরুষদের জন্য দুই গ্লাসের সীমা। এবারের গাইডলাইনে কোনো সীমা বেধে না দিয়ে ডায়েট চার্ট থেকে অ্যালকোহল রীতিমতো বাদ দেয়ার আহবান জানানো হয়েছে।
মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেসের পরিচালক মেহমেত ওজ বলেন, নির্দেশিকায় অ্যালকোহল আছে, কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার- সকালের নাশতায় মদ্যপান করবেন না।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মানুষকে মদ্যপানের ঝুঁকি বোঝাতেই নির্দেশিকায় আনা হয়েছে এমন পরিবর্তন। বিশেষ করে গর্ভবতী নারী, মদ্যপান আসক্তি থেকে সেরে ওঠা ব্যক্তি এবং নিয়ন্ত্রণহীনভাবে যারা পান করেন- তাদেরকে দেয়া হয়েছে পুরোদমে অ্যালকোহল পরিহারের পরামর্শ।
মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের 'মেক আমেরিকা হেলদি অ্যাগেইন' ক্যাম্পেইনের অংশ হিসেবেই ডায়েট-সংক্রান্ত গাইডলাইনে যুক্ত হয়েছে মদ্যপান নিয়ে এমন নির্দেশনা।
টিজে/টিকে