বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান আবারও একসঙ্গে আলোচনায়। প্রায় দুই তারকাকে এখন একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই দিল্লির এক বিয়েতে একসঙ্গে দেখা যায়। গত মাসে সৌদি আরবের জয় ফোরামেও একসঙ্গে ছিলেন দুজন। আর এবার আবুধাবিতে দুই খান। দুই তারকা একসঙ্গে যোগ দিয়েছিলেন আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভিআইপি উদ্বোধনী অনুষ্ঠানে। জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার দুই দিন আগে মিউজিয়ামের বিশেষ সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ ও সালমান।
অনুষ্ঠানে সালমান খান পরেছিলেন ধূসর রঙের স্যুট, আর শাহরুখ খান সাদা শার্টের ওপর কালো ব্লেজার। দুই খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবিতে বসবাসকারী বৈশ্বিক টিভি আইকন স্টিভ হার্ভে, ‘মিথবাস্টারস’ খ্যাত ডিজাইনার অ্যাডাম স্যাভেজ, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ডেভিড আইঅ্যাকনো ও অড্রিনা মিরান্ডা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।
শাহরুখ ও সালমানসহ অতিথিরা ঘুরে দেখেছেন জাদুঘর চমকপ্রদ ইমারসিভ ডিসপ্লে, যা প্রাকৃতিক ইতিহাসকে জীবন্ত করে তোলে। সেখানে ছিল ৬৭ মিলিয়ন বছর আগের টিরেক্সের জীবাশ্ম কঙ্কাল, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সেরা সংরক্ষিত নমুনার একটি। এই জাদুঘরটি সাত মিলিয়ন বছরের প্রাকৃতিক ইতিহাস তুলে ধরেছে, বিশেষ করে আরব উপদ্বীপের পরিবর্তিত ভূপ্রকৃতি ও সেখানে একসময় বসবাসকারী বিলুপ্ত প্রাণীদের গল্প।
শাহরুখ ও সালমানসহ অতিথিরা ঘুরে দেখেছেন জাদুঘর চমকপ্রদ ইমারসিভ ডিসপ্লে, যা প্রাকৃতিক ইতিহাসকে জীবন্ত করে তোলে। সেখানে ছিল ৬৭ মিলিয়ন বছর আগের টিরেক্সের জীবাশ্ম কঙ্কাল, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সেরা সংরক্ষিত নমুনার একটি।
সালমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তার ‘দাবাং ট্যুর’ এর অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই। অন্যদিকে শাহরুখ মিউজিয়ামের বিশেষ উদ্বোধনী আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। ভক্তরা দুই খানকে একসঙ্গে দেছে দারুণ উচ্ছ্বসিত। আবার অনেকেই মজা করে বলছেন, ইদানীং শাহরুখকে গৌরীর চেয়ে বেশি দেখছি সালমানের সঙ্গে।
অন্যদিকে, শাহরুখ ও সালমান দারুণ ব্যস্ত তাদের কাজ নিয়ে। শাহরুখ ও সালমান ২০২৩ সালে একে অপরের সিনেমায় বিশেষ উপস্থিতিতে নজর কাড়েন। ‘পাঠান’-এ সালমান হাজির হয়েছিলেন টাইগার চরিত্রে। আর ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় শাহরুখকে। অন্যদিকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজে নজর কাড়েন সালমান খান। এখন সালমান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে। অপরদিকে শাহরুখ সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। শাহরুখ ও সালমান দুজনের এই সিনেমা দুইটি মুক্তি পাবে আগামী বছরে।
সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস