জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা আগামীকাল রোববার বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
জবি উপাচার্য বলেন, ভূমিকম্পের উদ্বেগজনিত পরিস্থিতির কারণে কাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসুর সকল কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কাল বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।
উপাচার্য আরও বলেন, পরিস্থিতি কোন দিকে যায় সেই বিবেচনা করে আগামী সোমবারে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
এর আগে, দেশে ভূমিকম্পের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী করণীয় ও সিদ্ধান্ত শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।
ঢাবি জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ জানান, প্রশাসন সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এই পদক্ষেপ নিয়েছে।
ইএ/টিকে