তেলেগু সংস্করণে প্রকাশিত হচ্ছে বিজয়ের ‘জনা নায়াগন’, ২০২৬ সালের ৯ জানুয়ারি। তবে বিনোদন জগতে এই পদক্ষেপকে বেশ ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করছেন অভ্যন্তরীণ সূত্র। জনপ্রিয় তেলেগু ছবি ‘ভগবন্ত কেশরী’-এর রিমেক হওয়ায় সঙ্ক্রান্তি মৌসুমে ইতিমধ্যেই ভিড় থাকা বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা সহজ হবে না।
বিতরণকারীরা সরাসরি ছবি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। পরিবর্তে, প্রযোজকরা কেভিএন প্রোডাকশনস একটি নিরাপত্তা ব্যাকআপ নিয়ে এগিয়েছেন। একটি প্রধান বিতরণকারীর মাধ্যমে ফেরতযোগ্য ৯ কোটি টাকার অগ্রিম দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই পদ্ধতিও সম্পূর্ণ নিশ্চয়তা নয়।
কেভিএন প্রোডাকশনস ইতিমধ্যেই ইয়াশের আসন্ন ছবি ‘টক্সিক’-এর পিছনে দাঁড়িয়েছে। সম্ভবত তেলেগু বিতরণ থেকে অর্জিত আয় ‘জনা নায়াগন’-এর সম্ভাব্য ক্ষতি কিছুটা কমাতে ব্যবহার করা হতে পারে। বিজয়ের তেলেগু রাজ্যে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, রিমেকের ছাপ এবং তীব্র প্রতিযোগিতা বড় চ্যালেঞ্জ হতে পারে।
বিশেষজ্ঞদের মত, এটি একটি হিসাব করা ঝুঁকি, যা দর্শক প্রতিক্রিয়া ও মুক্তির সময়ের উপর নির্ভর করে ফলাফল নির্ধারণ করবে।
আরপি/টিকে