টানা সাত ঘণ্টা পর অবরোধ তুলে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিসিএসের প্রিলিমিনারি পাস করা শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হলো। প্রথমে রাত ১০টা ৪৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে রাবির ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব আলম বলেন- পিএসসিতে মিটিং চলছে। মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে জানানো হয়েছে। তাই আমরা রাবির ভিসি ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। মিটিংয়ে আমাদের পক্ষে পজিটিভ কোনো সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আগামীকাল (রোববার) সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। আটকে থাকার ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাবে।
এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ে ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ফরিদ আহমেদ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান- এখনো কোনো ট্রেন বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। আন্দোলনকারীদের সাথে কথা বললাম, এখন আমরা পর্যালোচনা করে যদি দরকার হয়, আমরা যদি মনে করি বাতিল করার প্রয়োজন আছে, তাহলে আমরা বাতিল করার সিদ্ধান্ত দেব।
তিনি বলেন- টিকিট রিফান্ড করা হচ্ছে, অলরেডি আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, রিফান্ড হচ্ছে। এখন রাজশাহী রেল স্টেশনে পদ্মা, ঢালাচর এক্সপ্রেস ও কমিউটার ট্রেন আটকে আছে। হরিয়ানা স্টেশনে বনলতা ও সরদহ রোড স্টেশনে সিল্কসিটি আছে।