গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী সভায় খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেছেন এক নারী। গত ২১ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী আলোচনা এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে কাপাসিয়া নিয়ে কোনো প্রশ্ন বা বিষয়ে জিজ্ঞাসা থাকলে তা করতে বলেন রিয়াজুল হান্নান। এ সময় এক নারী প্রশ্ন করার সময় খালেদা জিয়াকে ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেন।
এ সময় তার থেকে মাইক্রোফোনটি নিয়ে নেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক হাস্যরসের জন্ম দেয়।
এবি/টিকে