আসনের জন্য আমরা কারো সঙ্গে সমঝোতা করবো না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে, আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই। তবে আমাদের নির্বাচনী ইশতেহারে যেসব দাবি রয়েছে, সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সঙ্গে যদি কোনো দল বা কোনো শক্তি ঐকমত্য পোষণ করে, তাহলে তাদের সঙ্গে আমাদের আলোচনা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি, ফলে আমরা বলেছি যে, আমাদের যেকোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবো না।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ, তার যে নীতি, তার যেই লক্ষ্যে; সেই লক্ষ্যে অটুট থাকবে, আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। আমাদের এনসিপির যেকোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি, জনগণের কাছে সবসময় আমরা আমাদের বক্তব্য হাজির রাখি। আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলছে। ফলে আমরা যদি কারো সঙ্গে কোনো ধরনের জোট বা কোনো ধরনের আলোচনা, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা খুবই খোলামেলাভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত। 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সারাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশীরা এসেছেন। আমরা তাদের সঙ্গে মতবিনিময় করবো। এর আগের সপ্তাহগুলোতে আমরা দেখেছি যে, আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস এবং অনলাইনে প্রচুর দক্ষ, যোগ্য ব্যক্তি তারা মনোনয়ন নিয়েছেন। আমরা একটি আহ্বান জানিয়েছিলাম সবার জন্য, শুধু জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের জন্য নয়। যেহেতু জাতীয় নাগরিক পার্টি এখন একটি উদীয়মান দল এবং সাধারণ মানুষের দল, সাধারণ নাগরিকের দল, ফলে আমাদের আহ্বান ছিল সবার প্রতি যারা নতুন করে রাজনীতি করতে চায়, দেশ গড়তে চায়, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এবং যারা কখনো হয়ত ভাবেনি যে সংসদে যাবে, নির্বাচনে দাঁড়াবে।

তিনি বলেন, কিন্তু গণ-অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে স্বপ্ন দেখছে আজকে হয়ত আমরা এখানে অনেকেই বসে থাকার কথা ছিল না। কিন্তু আমরা এসে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি, ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো রাজনীতি বা নির্বাচনের কথা আগে না ভাবলেও এবার তারা সম্ভাবনা দেখছেন। এবার তারা স্বপ্ন দেখছেন। 

তিনি আরো বলেন, আমরা তাদের স্বপ্নকে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে জাতীয় নাগরিক পার্টি তাদের সঙ্গে কাজ করতে চায়। তাদের পাশে থাকতে চায়। ফলে আমরা বাংলাদেশের সেই সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের আহ্বানে সাড়া জাগিয়ে প্রায় পনেরোশ মানুষ এই মনোনয়ন ফরম নিয়েছেন।

নাহিদ বলেন, আমরা এসব মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করব। তাদের স্বপ্নের কথা শুনবো। তাদের দক্ষতা যোগ্যতার কথা শুনবো এবং এনসিপির পক্ষ থেকেও আমরা আমাদের পরিকল্পনার কথা বলবো। সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে এখান থেকে আমরা ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে চাই।  সেই ৩০০ আসনের প্রার্থী আমরা চূড়ান্ত করব। এখানে একটা প্রাথমিক যাচাই বাছাই হবে। পরে আমাদের যে রাজনৈতিক পরিষদ রয়েছে তার কেন্দ্রীয় সংসদীয় বোর্ড হিসেবে তারা কাজ করবে। তারা চূড়ান্ত মনোনয়ন দেবেন এই ৩০০ জন প্রার্থীকে।

তিনি বলেন, আমাদের এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা আমাদের তালিকাটি ঘোষণা করতে পারবো বলে আমরা আশা রাখছি। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন, তার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহায়তা। যে সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি। সাধারণ মানুষের সহযোগিতাতেই এনসিপি এতদূর আসতে পেরেছে এবং এনসিপি সামনের দিকে এগিয়ে যাবে মানুষের আস্থা এবং ভরসাতেই।

তিনি আরো বলেন, আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে, নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা অনেক আগে থেকে এটা বলে আসছিলাম যে, বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, এখানে জবর দখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহার, মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি আমরা নির্বাচনে সবসময় দেখে এসেছি, শুনে এসেছি। এর আগের সময়গুলোতে এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারিনি। ফলে এবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাজ দেশপ্রেমী মানুষেরা সংসদে আসবে এটা আমাদের প্রত্যাশা। 

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাঠে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ Jan 09, 2026
img
‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী’ বলে ছাত্রশক্তির সদস্যসচিবের পদত্যাগ Jan 09, 2026
img
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট Jan 09, 2026
যে ৩টি কাজ কবরেও সঙ্গে সাথে | ইসলামিক জ্ঞান Jan 09, 2026
img
পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত পাকিস্তান সরকারের Jan 09, 2026
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্ল্যাসিকোর মঞ্চে রিয়াল Jan 09, 2026
img
যৌথ অভিযানে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার Jan 09, 2026
img

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বাভাবিকভাবে বাড়িয়েছে জিয়াউল আহসান’ Jan 09, 2026
img
মাজারে হামলা মোটেও কাম্য নয়: প্রেস সচিব Jan 09, 2026
img
‘জুলাই আন্দোলনে শহিদ-আহতদের তালিকায় ২০ জানুয়ারির মধ্যে নতুনদের নাম যুক্ত করতে হবে’ Jan 09, 2026
img
সৃজনশীলতা আর বাস্তবতার সংমিশ্রণে এক অনন্য নাম ফারহান আখতার Jan 09, 2026
img
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ‘শঙ্কায়’ ট্রাম্প Jan 09, 2026
img
নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি! Jan 09, 2026
img
ভারতে শুরু হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা Jan 09, 2026
img
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর, তদন্ত কমিটি গঠন Jan 09, 2026
img
তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের বক্তব্যে বিস্মিত-ক্ষুব্ধ কোয়াব Jan 09, 2026
img
জয় শাহ কখনো ব্যাট ধরেননি, রাজনীতিকদের হাতে ‘জিম্মি’ ক্রিকেট : আশরাফুল Jan 09, 2026
img
দিল্লিতে মহুয়া মৈত্রসহ তৃণমূলের ৮ এমপি আটক Jan 09, 2026
img
কলকাতায় বাংলাদেশ ভিসাকেন্দ্র চালু, গ্রহণ করা হচ্ছে আবেদন Jan 09, 2026
img
মাদ্রাজ হাই কোর্টে বিজয়ী ‘জন নয়াগন’ বিজয় Jan 09, 2026